২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চিপ উৎপাদন খাতে সরবরাহ বাড়াতে সক্রিয় কোরিয়া

চিপ উৎপাদন খাতে সরবরাহ বাড়াতে সক্রিয় কোরিয়া -

আগামী ২০৩০ সাল নাগাদ অভ্যন্তরীণ পর্যায় থেকে সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত উপাদানের অর্ধেকের বেশি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে চিপ উৎপাদন খাত শক্তিশালী করতে প্রেসিডেন্ট ইওন সুক-ইওল যে উদ্যোগ নিয়েছেন সেটি বাস্তবায়নের একটি অংশ এটি। স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো শীর্ষ মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মূল কেন্দ্র দক্ষিণ কোরিয়া। এ দু’টি প্রতিষ্ঠান সরবরাহ চেইনকে স্থিতিশীল করতে ও উপাদানের সহজলভ্যতা নিশ্চিতের মাধ্যমে এ খাতের পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। দক্ষিণ কোরিয়ার চিপ উৎপাদন খাতের তথ্যানুযায়ী ২০ শতাংশ যন্ত্রাংশ ও ৫০ শতাংশ উপাদান স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এসে থাকে। কিছু ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা থাকলেও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনো বহিরাগত সরবরাহের ওপর বেশি নির্ভরশীল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য বিরোধ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ চেইনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।
ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে নতুন উদ্ভাবনে উৎসাহী করতে এবং চিপ ডিজাইন ফার্মগুলো অধিগ্রহণে সরকারি-বেসরকারি উদ্যোগে ২৩ কোটি ডলার বিনিয়োগ করা হবে। আগামী বছর থেকে এ বিনিয়োগ কার্যক্রম শুরু হবে। পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া শক্তি ও অটো চিপের উন্নয়নে ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত ৯৫ হাজার কোটি ওন বিনিয়োগ করবে। সেই সাথে ২০২৯ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সংবলিত চিপের জন্য ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে। আগামী ১০ বছরে এক লাখ ৫০ হাজার মানুষকে প্রশিক্ষণ প্রদানে দক্ষিণ কোরিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান একত্রে কাজ করবে বলে জানিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়। মূলত সেমিকন্ডাক্টর উৎপাদন খাতের কর্মী বাড়াতেই এ উদ্যোগ। গত ৯ বছর ধরে সেমিকন্ডাক্টর দক্ষিণ কোরিয়ার রফতানি খাতের শীর্ষে রয়েছে।


আরো সংবাদ



premium cement